এক বুক মুক্তো নিয়ে
ভেঙে পড় দেহটায়;
বারিধারা প্রহরায়
নদীমুখ
ভাষা ফিরে পায়
শিন শিন ---- ছই ছই
শ্রাবণ পরশে
ওই
বাঁক ফেরে
শীর্ণ দেহটাও
দাও স্পর্শ ছুঁয়ে দাও
হিজল কাঠের নাও
তুমি,
এক বুক মুক্তো নিয়ে
ভেঙে পড় দেহটায় ।
-- RAJAT PODDER
ভেঙে পড় দেহটায়;
বারিধারা প্রহরায়
নদীমুখ
ভাষা ফিরে পায়
শিন শিন ---- ছই ছই
শ্রাবণ পরশে
ওই
বাঁক ফেরে
শীর্ণ দেহটাও
দাও স্পর্শ ছুঁয়ে দাও
হিজল কাঠের নাও
তুমি,
এক বুক মুক্তো নিয়ে
ভেঙে পড় দেহটায় ।
-- RAJAT PODDER
No comments:
Post a Comment